মাতাল হয়ে বসকে টেক্সট পাঠিয়ে যা বললেন কর্মী

মাতাল হয়ে বসকে টেক্সট পাঠিয়ে যা বললেন কর্মী

বসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মধ্যরাতে মাতাল হয়ে টেক্সট পাঠিয়েছেন একজন কর্মী। টেক্সটে ভারতের একটি কোম্পানির ওই কর্মী তাঁর বসকে জানান, তাঁর (বস) মতো একজন ভালো ব্যবস্থাপক পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

গত শুক্রবার টেক্সট পাওয়া ওই ব্যবস্থাপক সিধান্ত নামের একটি আইডি থেকে দুজনের কথপোকথনের স্ক্রিনশর্ট মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) শেয়ার করেন। এরপর এটি ভাইরাল হয়ে যায়।

গতকাল শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

টুইটারের শেয়ার করা ওই স্ক্রিনশটে বসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মাতাল কর্মী লেখেন, ‘বস আমি মাতাল, কিন্তু আমি আপনাকে এটি বলতে চাই। আমাকে বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে কঠিনতর করার জন্য ধন্যবাদ। একটি ভালো কোম্পানির চেয়ে একজন ভালো ব্যবস্থাপক পাওয়া আরও কঠিন। তাই আমি সেই ভাগ্যবান। তাই নিজের প্রশংসা করুন। বিদায়!’

মজা করে পোস্টের ক্যাপশনে ব্যবস্থাপক সিধান্ত টুইটারে লেখেন, ‘সাবেকের কাছ থেকে মাতাল অবস্থায় টেক্সট পাওয়া ঠিক আছে, কিন্তু আপনি কি কখনও এই ধরনের (কর্মীর কাছ থেকে) টেক্সট পেয়েছেন?’

এদিকে পোস্ট করার পরের দিন শনিবার ওই পোস্টের কমেন্টে ব্যবস্থাপক বলেন, ‘আমি মনে করি এটির সঙ্গে কিছু প্রসঙ্গ যোগ করার সময় এসেছে। বন্ধুরা, আমি এক ইমপ্রেশনে ইঞ্জিনিয়ারিংয়ে নেতৃত্ব দিয়েছিলাম। আমার টিম ছিল ১৩ জন উচ্চ-শক্তি প্রকৌশলীর একটি ঘনিষ্ঠ টিম, যারা সারা বিশ্ব জুড়ে বিষয়বস্তু নির্মাতাদের প্রকৃত সমস্যা সমাধান করে। আমি ওআই তে প্রথম কারিগরি ব্যক্তি এবং আমি স্ক্র্যাচ থেকে এই দলটি তৈরি করেছি। আমরা আমাদের সংস্কৃতি এবং আমরা যে কাজ করি তার জন্য আমরা খুব গর্বিত। এই দলটি গত ২৪ মাস ধরে প্রতি এক দিন আমার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং যে ব্যক্তি আমাকে এটি টেক্সট করেছেন তিনি আমার সঙ্গে কাজ করা সেরা ফ্রন্টেন্ড ইঞ্জিনিয়ারদের একজন।’

টুইটারে শেয়ার করার পর এটি দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী তাঁর ইতিবাচক প্রভাবের জন্য বসের প্রশংসা করেন।