মনিপুরে বাফার জোন অতিক্রম করে পুলিশের ওপর হামলা, নিহত ৩

মনিপুরে বাফার জোন অতিক্রম করে পুলিশের ওপর হামলা, নিহত ৩

গণকবর ইস্যুতে ছড়ানো উত্তেজনায় আবারও অগ্নিগর্ভ ভারতের মনিপুর রাজ্য। শনিবার (৫ আগস্ট) সকালে বিষ্ণুপুর জেলায় সৃষ্ট সহিংসতায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে তিনজন। নিহতরা সবাই মেইতেই সম্প্রদায়ের বলে জানা গেছে। খবর এনডিটিভির।

পুলিশ সূত্রে জানা গেছে, বিষ্ণুপুরে প্রশাসনের নির্ধারিত বাফার এরিয়া অতিক্রম করে পুলিশের ওপর গুলি চালায় মেইতেই সম্প্রদায়ের বেশ কয়েকজন। তাদের ছত্রভঙ্গ করতে পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। দু’পক্ষের ব্যাপক গোলাগুলিতে ঘটে প্রাণহানির ঘটনা। এদিন কুকি সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িতেও করা হয় অগ্নিসংযোগ। এ ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরইমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে আধাসামরিক বাহিনীর অতিরিক্ত সদস্যদের।

প্রসঙ্গত, গত তিন মাস ধরেই উত্তাল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যটি। তালিকাভুক্ত আদিবাসীর তকমা পাওয়া নিয়ে জাতিগত সংঘাতের সূত্রপাত ঘটে। এ সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ২০০ মানুষ।