বেফাঁস মন্তব্যের জেরে পদত্যাগ করলেন জেলেনস্কির উপদেষ্টা

বেফাঁস মন্তব্যের জেরে পদত্যাগ করলেন জেলেনস্কির উপদেষ্টা

ইউক্রেনের নিপ্রোতে হামলা নিয়ে করা এক বেফাঁস মন্তব্যের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ। মূলত তীব্র জনরোষের মুখেই দায়িত্ব ছাড়লেন তিনি।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পদত্যাগ পত্রের ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন ওলেক্সি। চেয়েছেন ক্ষমাও।

সম্প্রতি, নিপ্রোতে রুশ মিসাইল হামলা নিয়ে ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করেন ওলেক্সি। তার দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রুশ বাহিনীর ছোড়া কেএইচ-২২ মিসাইলটি ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী। যেটি নিপ্রোর আবাসিক ভবনে বিস্ফোরিত হয়ে ব্যাপক প্রাণহানি ঘটিয়েছে।

তার এ মন্তব্যের জেরে সাধারণ মানুষসহ সরকারি পর্যায়ে ওঠে সমালোচনার ঝড়। মস্কোর পক্ষ হয়ে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তোলা হয় ওলেক্সির বিরুদ্ধে। তার পদত্যাগের দাবিতে বেশ কয়েকজন আইনপ্রণেতা পিটিশনও সই করেন।