বিশ্বকাপ ব্যর্থতার পর মরক্কোর কাছেও হারল ব্রাজিল

বিশ্বকাপ ব্যর্থতার পর মরক্কোর কাছেও হারল ব্রাজিল

কাতার বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর প্রথমবার মাঠে নেমে হার দেখল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

রোববার (২৬ মার্চ) ভোর ৪টায় তাঞ্জিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকান দল মরক্কোর বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এ ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

লাতিন ফুটবল জায়ান্টদের বিপক্ষে এটাই মরক্কোর প্রথম জয়। আর এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছে উত্তর আফ্রিকার দলটি।

মরক্কোর বিপক্ষের এই প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে অধিনায়কত্ব করেন মিডফিল্ডার ক্যাসেমিরো। আর ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার। কাতার বিশ্বকাপে স্ট্রাইকার হিসেবে খেলা রিচার্লিসনেরও দেখা মেলেনি।

এদিন মরক্কোর হয়ে গোল দুটি করেন সোফিয়ান বৌফল ও আব্দেলহামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাসেমিরো।

এর আগেও সেলেসাওদের নেতৃত্ব দিয়েছিলেন ক্যাসেমিরো। সাম্প্রতিক সময়ে এই রক্ষণাত্মক মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন।