বাউফলে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাহামুদ হাসান বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব হাং কে কুপিয়ে জখমের প্রতিবাদে ও প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব হাং এর ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান।
মঙ্গলবার ২১-০৩-২০২৩ সকাল সাড়ে ১০ টার দিকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের কাগুজিপুল থেকে শুরু হয়ে গোলাবাড়ি, কুন্ডুপট্টি ও বাজার রোড হয়ে ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়।প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্হিত ছিলেন।