পিছিয়ে পড়া সিটিকে জেতালো আলভারেজের জোড়া গোল
পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত রেড স্টার বেলগ্রেডেকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। হালান্ডের মুহুর্মুহু মিসের রাতে জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জেতাতে ভূমিকা রাখেন হুলিয়ান আলভারেজ।
ইতিহাদে প্রথমার্ধের খেলাটা দুঃস্বপ্নের মতো ছিল সিটিজেন ফুটবলারদের কাছে। পুরো ৪৫ মিনিট গার্দিওলা শিষ্যদের সাথে সমান তালে লড়তে থাকে সার্বিয়ান ক্লাবটি। বিরতিতে যাওয়ার আগে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে রেড স্টার। ঘরের মাঠে পরিস্থিতি এমন ঠেকেছিল যে, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই খেলোয়াড় পরিবর্তন করতে হয় কোচ পেপ গার্দিওলাকে।
অবশ্য সমতায় ফিরতে বেশি সময় নেয়নি প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ৪৭ মিনিটে হালান্ডের থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। ৬০ মিনিটে এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার ফ্রি কিক ঠেকাতে ব্যর্থ হন রেডস্টার গোলরক্ষক। ফলে সিটি এগিয়ে যায় ২-১ গোলে। ৭২ মিনিটে রদ্রির গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।