নির্বাচন কমিশনের অধীনে তাদের নির্দেশ মতো কাজ করে দেবো: মহিদ উদ্দিন

নির্বাচন কমিশনের অধীনে তাদের নির্দেশ মতো কাজ করে দেবো: মহিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)'র অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, সংবিধান অনুযায়ী আমরা এখন নির্বাচন কমিশনের অধীনে তাদের নির্দেশ মতো কাজ করে দেবো। নির্বাচনকালীন সময়ের জন্য যেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা দরকার তা বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে কার্যক্রম চলবে। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশন থেকে যেই কাজগুলো করতে বলবে তা আমরা করবো। এছাড়া যেসব জায়গাগুলোকে নিরাপদ রাখার জন্য বলবে আমরা সেসব জায়গা নিরাপদ রাখার জন্য আমাদের আলাদা নিরাপত্তা প্রোগ্রাম প্রতিটা জায়গায় থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মহিদ উদ্দিন বলেন, বাসে আগুন ঠেকাতে আমাদের ৩০ টি জায়গায় পুলিশ দায়িত্ব পালন করছে। রাজধানীতে ছোট বড় ৫০০ টি মোড় রয়েছে। সব জায়গায় তো আর পুলিশ থাকতে পারবে না তাই একেক বার একেক জায়গায় তারা দায়িত্ব পালন করছে। 

নাশকতার বিষয়ে তিনি বলেন, যারা বিস্ফোরক দ্রব্য যোগাড় করতে চায় তারা ঝুঁকি নিয়েও যোগাড় করে। জনজীবনের জন্য জ্বালানি অত্যন্ত প্রয়োজনীয়। সেকারনে আমরা প্রতিটি জায়গায় তা বিক্রি বন্ধ করে দিতে পারি না। বরং সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করেছি যাতে লুজ(যেনতেন) বিক্রি না হয়। যারা নাশকতা করছে তারা কনডেন্স মিল্কের কৌটা নিয়ে আসে, টেপ নিয়ে আসে। এগুলো নিষিদ্ধ কোনো বস্তু নয়। এটা আপনার আমার সবার কাছে আছে। আমরা ব্যবহার করি কল্যাণের জন্য প্রয়োজনের জন্য। কিন্তু নাশকতাকারীরা সেটা এনে তার সঙ্গে বিস্ফোরক ব্যবহার করে নাশকতা করছে। আমরা হাতেনাতে তাদেরকে ধরছি।

যত্রতত্র পার্কিং করা বাসে আগুন দেওয়া প্রতিরোধে পুলিশের কোনো গাফিলতি রয়েছে কিনা জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। কিন্তু বাস্তবতা হলো আমাদের যেই পরিমান মানুষ সেই পরিমানে জায়গা রাজধানীতে নেই। ফলে গাড়ি রাখার জন্য জায়গা থাকা, রাস্তা থাকা দরকার তা অপর্যাপ্ত। সাড়ে ৪ হাজার গাড়ি পার্কিং করার তেমন স্থান নেই। তাই সংশ্লিষ্টদেরকেও আহ্বান জানাই তারা যেন ব্যবস্থা নেয়।