পদ্মায় ট্রলারডুবি: উদ্ধার অভিযানে নৌবাহিনীর ডুবুরি দল

পদ্মায় ট্রলারডুবি: উদ্ধার অভিযানে নৌবাহিনীর ডুবুরি দল

মুন্সিগঞ্জের পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

অন্যদিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে পিকনিকের ট্রলার ডুবে নারী-শিশুসহ ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় শনিবার রাত ১১ টা পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও ৩ জন নিখোঁজ রয়েছে।

শনিবার (৫ আগস্ট) রাত ৯ টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাটি এলাকা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ডুবুরি দলের স্টেশন অফিসার মেহেদি হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীর মাওয়া পয়েন্ট থেকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের লতব্দি ইউনিয়নের খিদিরপুর অভিমুখে যাচ্ছিল পিকনিকের ট্রলারটি। রাত ৯ টার দিকে লৌহজংয়ের খিদিরপাড়া ইউনিয়নের রসকাটি পদ্মা শাখা নদী এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা অন্ধকারে বালুবাহী একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ডুবে যায় ট্রলারটি। দুর্ঘটনার পর কয়েকজন সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় বাকিরা।

এসময় স্থানীয়রা নিজেদের তৎপরতায় ৪ জনের মরদেহ উদ্ধার করে। পরে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আরও ৪ জনের মরদেহ উদ্ধার করে। এ নিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।