নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপ-আমেরিকার তৎপরতা দুঃখজনক: ইনু

নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপ-আমেরিকার তৎপরতা দুঃখজনক: ইনু

নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপ-আমেরিকার বিশেষ তৎপরতা দুঃখজনক। বাংলাদেশের রাজনীতিতে এটা নগ্ন হস্তক্ষেপ, এ কথা বলেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে জাসদ কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় কমিটির সভা শুরুর আগে এসব কথা বলেন তিনি। জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সাংবিধানিকভাবে ২০২৪ সালের জানুয়ারিতে ভোট হবে।

জাসদ সভাপতি আরও বলেন, ১৪ দলীয় জোট এখন সক্রিয় আছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের বর্তমান সরকারকে উৎখাত করতে বিএনপির সাথে কিছু বিদেশিরা ষড়যন্ত্র করছে।