নাটোরে কৃষক হত্যার ঘটনায় গ্রেফতার ১

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে আবুল কালাম (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় লাভলু শেখ নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে সদর উপজেলার দস্তানাবাদ কুমারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাভলু কাফুরিয়া রিফুজিপাড়ার মো. শুকচাঁনের ছেলে।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, সদর উপজেলার কাফুরিয়া এলাকার কৃষক আবুল কালাম একই এলাকার কামাল উদ্দিনের কাছে কলা বাগান বিক্রি করেন। সর্বশেষ কামালের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিল তার। এই টাকা দিতে কামাল হোসেন কালক্ষেপণ করতে থাকে। কালামের সাথে পাওনা টাকা নিয়ে কামাল ও তার ভাই লাভলু শেখের ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। বুধবার সকালে কালাম পাওনা টাকা চাইতে গেলে কামাল উদ্দিন ও তার ভাই লাভলু শেখের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে লাঠিসোটা দিয়ে কালামকে পিটিয়ে হত্যা করে কামাল উদ্দিন, লাভলু শেখসহ তাদের সহযোগীরা।
তিনি বলেন, ঘটনার পর নিহতের ভাতিজা সমজান আলী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই অভিযানে নামে র্যাব ও পুলিশ সদস্যরা। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।