কাপ্তাই হ্রদে আটকে পড়া ১৭৫ শিক্ষক-শিক্ষার্থী উদ্ধার

রাঙ্গামাটিতে ভ্রমণে এসে কাপ্তাই হ্রদে ডুবোচরে আটকে পড়া চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের ১৭৫ শিক্ষক-শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাদের উদ্ধার করে পুলিশ।
রাঙ্গামাটি মাটি সদর সার্কেল এএসপি জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, ৯৯৯-এ কল পেয়ে রাঙ্গামাটি পুলিশ জানতে পারে পর্যটকবাহী একটি লঞ্চ কাপ্তাই হ্রদে ডুবোচরে আটকে পড়েছে। পরে লোকেসন শনাক্ত করে পুলিশ উদ্ধার অভিযানে যায়। যে লঞ্চটি আটকা পড়ে সেটি চর থেকে নামানো যায়নি। পরে বিকল্প একটি লঞ্চে আটকে পড়াদের উদ্ধার করে রাঙ্গামাটি শহরে আনা হয়।
চট্টগ্রাম সরকারি কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো হানিফ গণমাধ্যমকে বলেন, আমরা শিক্ষক পরিবার ও শিক্ষার্থীদের নিয়ে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণে বের হই। গন্তব্য ছিল সুবলং। যাওয়ার পথে আমাদের লঞ্চ ডুবচরে আটকা পড়ে। অনেক চেষ্টা করেও লঞ্চটি চর থেকে নামানো যায়নি। একপর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে আমরা ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে বিকল্প লঞ্চে আমাদের উদ্ধার করে নিয়ে আসে।