ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

এই গ্রীষ্মে ইউক্রেনে আরও ভয়াবহ হামলা চালাতে যাচ্ছ রাশিয়া। রুশ এই হামলা ঠেকাতে কিয়েভকে আরও ৪০০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন শুক্রবার হিমার্সসহ নতুন এ সমরাস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে। খবর আনাদোলুর।

   

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী আন্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন। ব্লিঙ্কেন বলেন, রুশ বাহিনীকে প্রতিহত করতে সবচেয়ে বেশি ভুমিকা পালন করছে দূর পাল্লার ক্ষেপনাস্ত্র  ব্যবস্থা হিমার্স।

এছাড়াও সমরাস্ত্রে সজ্জিত অত্যাধুনিক সামরিক যানও এ প্যাকেজে রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেন, রুশ বাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে হামলা জোরদার করেছে। এ অবস্থায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা সর্বত্মক সহযোগিতা করছে বলে জানান ব্লিঙ্কেন।

তিনি আরও বলেন, রাশিয়া চাইলে আজই এ যুদ্ধ বন্ধ হতে পারে। কিন্তু তা না হলে এ যুদ্ধ বহু দূর পর্যন্ত গড়াবে। রাশিয়া এখন সর্ব শক্তি দিয়ে বাখমুত দখলে মরিয়া হয়ে উঠেছে। গত ৭ মাস ধরে এখানে হামলা জোরদার করেছে মস্কো।