আমার জায়গায় যে আসবে তাকেও ফেস করতে হবে : শাকিব
ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান। বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। পর্দায় বাজিমাত করলেও ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার বিতর্কে পড়েছিলেন এ নায়ক।
রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ‘কথিত প্রযোজক’ রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শাকিব খান। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় গণমাধ্যমকর্মীরা নায়কের কাছে জানতে চান, কেন বারবার সমালোচিত হতে হয় তাকে?
জবাবে শাকিব বলেন, ‘শাকিব খান কয়টা আছে, যে তার নামে অভিযোগ আসবে? শাকিব খান তো একটাই। তাই একজনের বিষয়েই অভিযোগ আসবে।’
তিনি যোগ করেন, ‘আজ আমি আছি, কালকে আমার জায়গায় যে আসবে তাকেও এগুলো ফেস করতে হবে। এটাই স্বাভাবিক।’
তার ব্যক্তিজীবনের সমস্যাকে পুঁজি করে একটি কুচক্রী মহল তাকে থামাতে চেয়েছিল, উল্লেখ করে শাকিব জানান, ‘বুবলীর সঙ্গে আমার ইস্যুটা সামনে এনে সেই কুচক্রী মহল ভেবেছিল, শাকিব খান অধ্যায় শেষ। কিন্তু তারা সফল হয়নি। এবার এই প্রতারক রহমত উল্লাহকে আনা হয়েছে।’
নায়কের ভাষ্য, ‘আমি মিডিয়ার সামনে খুব বেশি আসি না। সোশ্যাল মিডিয়াতেও তেমন থাকি না। সবসময় চুপচাপ থাকি, প্রতিবাদ কম করি। কিন্তু এবার মনে হয়েছে, বোবা থাকার আর সময় নেই। যে যেমন, তার সঙ্গে তেমনই করা উচিত।’