আগৈলঝাড়া ৫টি ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের কমিটির অনুমোদন

আগৈলঝাড়া ৫টি ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের কমিটির অনুমোদন

বি এম মনির হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের আরও সু-সংহত করতে জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নির্দেশনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার ও সাধারণ সম্পাদক রবিবার সন্ধ্যায় ছরোয়ার দাড়িয়া স্বাক্ষরিত রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়ন শ্রমিকলীগের আংশিক কমিটি অনুমোদন করেছেন।অনুমোদিত কমিটি ঘোষণার সময় উপস্থিত বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রমিক লীগের অনুমোদিত ইউনিয়ন কমিটিতে রাজিহার ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মনোতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল করিম। বাকাল ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জামাল ফকির, সাধারণ সম্পাদক সমীর পান্ডে। বাগধা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন নারাযণ বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ বাবুল বখতিয়ার। গৈলা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক শংকর বিশ্বাস।রত্নপুর ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক মোঃ সুমন মৃধা। এর আগে গত ১০ সেপ্টেম্বর উপজেলা শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ি ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টম্বর উপজেলার ৫টি ইউনিয়নে শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়