অপমানের প্রতিশোধ নিলেন টাকা দিয়ে!

অপমানের প্রতিশোধ নিলেন টাকা দিয়ে!

অপমানের প্রতিশোধ নিতে দোকানে থাকা সব নুডুলস কিনে ফেললেন এক নাগরিক। তিনি শুধু কিনেই শান্ত হননি বরং দোকানের সামনেই একে একে সব নুডুলস ভেঙ্গে ফেলেন। 

ঘটনাটি ঘটেছে চীনের শানডং প্রদেশে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিটি রাতে বাজার পরিদর্শনে গেলে এই ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিও চীনের সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। একজন কমেন্টে জানান, সে আপনাকে বকাঝকা করেছে আর আপনি তাকে ৮৫০ ইউয়ান দিয়ে পুরস্কৃত করেছেন। আপনি ঠিক আছেন?

জানা যায়, লোকটি একটি দোকানের সামনে গিয়ে বিক্রেতার কাছে নুডুলসের দাম জানতে চায়। বিক্রেতা তাকে জানায় এর দাম ১৪ ইউয়ান (২১২ টাকা)। দাম শুনে লোকটি বলে ওঠে এটি খুবই ব্যয়বহুল এবং তিনি বিক্রেতাকে এত দামের কারণ জানতে চাইলে বিক্রেতা বলেন, তিনি এতে একটি ডিম ও দুটি সবজির পাতা ব্যবহার করেছেন।

এরপর লোকটি বলে ওঠে, প্রতিটি নুডুলস এত দামে বিক্রি করা কীভাবে সম্ভব? এটি খুব ব্যয়বহুল, তাই না? তখন বিক্রেতার ছেলে উঠে দাঁড়িয়ে চিৎকার করে লোকটিকে বলে, যদি সামর্থ্য না থাকে, তাহলে চলে যান।

এতেই রেগে যায় লোকটি। রেগে গিয়ে তিনি বিক্রেতাকে বলেন, তিনি সবগুলো নুডুলস কিনবেন। এরপর তিনি ৮৫০ ইউয়ান (প্রায় ১৩ হাজার টাকা) দিয়ে নুডুলসের প্যাকেটগুলো কিনে নেন এবং দোকানের সামনেই সেগুলো মাটিতে ফেলে ভাঙতে থাকেন।