৭ দিনেও উদ্ধার হয়নি সুড়ঙ্গে আটকা সেই ৪০ শ্রমিক, বাড়ছে উদ্বেগ

৭ দিনেও উদ্ধার হয়নি সুড়ঙ্গে আটকা সেই ৪০ শ্রমিক, বাড়ছে উদ্বেগ

দুর্ঘটনার ৭ দিন পরও উদ্ধার করা যায়নি ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় সুড়ঙ্গে আটকে পড়া ৪০ শ্রমিককে। উদ্ধারকাজের প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গত ১২ অক্টোবর সকালে  নির্মীয়মান সুড়ঙ্গটি ধসে পড়ে। সে সময় ভিতরে কাজ করছিলেন অন্তত ৪০জন শ্রমিক। এরপর থেকে শ্রমিকদের উদ্ধারে কাজ করছিল কর্তৃপক্ষ। তবে শুক্রবার সন্ধ্যায় টানেল থেকে বিকট শব্দ হওয়ার পর সাময়িকভাবে বন্ধ করা হয় উদ্ধার কাজ।

কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনাস্থলে একটি ভারী ড্রিল মেশিন এনেছে ভারতীয় বিমান বাহিনী। আবারও উদ্ধার কাজ শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ধসে যাওয়া টানেলে আটকে পড়া শ্রমিকরা নিরাপদে আছে এবং তাদেরকে পানি ও খাবার সরবরাহ করার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, আটকে পড়া শ্রমিকরা বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, পশ্চিম বঙ্গ, ওড়িশা, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের বাসিন্দা। 

পরিবেশবিদদের অনেকেই বলছেন, যেভাবে উত্তরাখণ্ডে পাহাড় কেটে রাস্তা এবং সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, তা হিমালয়ের চরম ক্ষতি করছে। দ্রুত এই কাজ বন্ধ হওয়া দরকার।