৬০ টাকার টিকিট হারিয়ে জরিমানা গুনলেন ১০০!
দেশের ইতিহাসে প্রথবারের মতো সাধারণ যাত্রীদের জন্য মেট্রোরেলের গেট খোলা হয় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। এ নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই ঢাকাবাসীর। প্রথম দিনে বেশির ভাগ মানুষকে প্রয়োজনের চেয়ে শখ পূরণ করতে মেট্রোরেলে চলাচল করতে দেখা গেছে। তবে এদিন নানা বিপত্তিও ঘটেছে। এরমধ্যে ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞানের ছাত্র ইমরান হোসেনকে গুনতে হয়েছে জরিমানা।
Advertisement: 0:09
Close PlayerUnibots.in
তিনি জানান, মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে আগারগাঁও আসার জন্য ৬০ টাকার বিনিময়ে টিকিট কার্ড কাটেন। কিন্তু তিনি পথিমধ্যে কোনোভাবে কার্ডটি হারিয়ে ফেলেন। এতে তাকে ১০০ টাকা জরিমানা দিতে হয়েছে।
ইমরান হোসেন বলেন, ট্রেন থেকে নামার সময় হঠাৎ করে দেখি টিকিট কার্ডটি নেই। হারিয়ে ফেলি। কিন্তু আমাকে ১০০ জরিমানা করা হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে এই শিক্ষার্থী বলেন, টিকিট কার্ড যেহেতু ৬০ টাকার, তাই জরিমানাও ৬০ টাকা হতে পারত। ১০০ টাকা হয় কীভাবে? এটা আমার জন্য অনেক বেশি।
এ বিষয়ে আগারগাঁও স্টেশন কর্মকর্তা রেজা বলেন, একক কার্ডের জন্য ১০০ টাকা জরিমানা করা হচ্ছে। কারণ, জরিমানায় কার্ডটি তৈরির খরচও অন্তর্ভুক্ত রয়েছে।
এ দিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ঢাকায় মেট্রোরেল চালু ছিল।
প্রসঙ্গত, বুধবার মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আধুনিক নগরায়ণের এক নতুন অধ্যায় সূচিত হলো বাংলাদেশে।