২২২ জন আরোহী নিয়ে মাঝ আকাশে উড়োজাহাজের ইঞ্জিন বিকল

২২২ জন আরোহী নিয়ে মাঝ আকাশে উড়োজাহাজের ইঞ্জিন বিকল

দুইশ জনেরও বেশি যাত্রী নিয়ে কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছেড়ে যায় ইন্ডিগো এয়ারের একটি বিমান। কিন্তু মাঝ আকাশে উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বাধ্য হয়ে ঘুরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট।

এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, রানওয়ে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানের ইঞ্জিন-এ ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বন্ধ হয়ে যায়। আগের দিন সোমবারও ইন্ডিগোর মাদুরাই-মুম্বাই ফ্লাইটে প্রথম ইঞ্জিনে ত্রুটির ঘটনা ঘটে।

প্লেনের ত্রুটি তাৎক্ষণিক মেরামতে সম্ভব না হওয়ায়, সন্ধ্যার দিকে অন্য বিমানে চড়ে তাদের গন্তব্যে পাঠানো হয়। বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, মুম্বাইয়ে অবতরণের আগে কারিগরি ত্রুটি দেখা দেয়।