হাথুরু চান তরুণরা নেতৃত্বে আসুক

হাথুরু চান তরুণরা নেতৃত্বে আসুক

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতিটা বেশ ভালোই হয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর এখনই সেরা সময়। প্রথম ওয়ানডে শুরুর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তার মতে, ইংলিশ পেসারদের বিপক্ষে টপ অর্ডারের ব্যাটারদের চ্যালেঞ্জিং হবে। আর এই কন্ডিশনে মুস্তাফিজুর রহমান দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়া, হাথুরুসিংহের জাদুর কাঠির পরশে খোলনলচে টাইগাররা আরও বদলে যাবে।

আর নতুন নেতৃত্ব তৈরির প্রসঙ্গে হাথুরুও ইঙ্গিত দিলেন। তার দাবি, বিকল্প নেতৃত্ব তৈরি করা নিয়ে ভাবছেন তিনি।

হাথুরু বলেন, এটা চ্যালেঞ্জ না, দায়িত্ব। আমরা জানি, চারজন সিনিয়র ১৫ থেকে ১৭ বছর ধরে খেলছে। তারা আরও ১০ বছর খেলবে না। আমাদের এখনই পরের প্রজন্মের নেতৃত্ব তুলে আনতে হবে। আমাদের তুলতে হবে না। পারফর্ম্যান্স ও আচরণের দিক থেকে তারা নিজেরাই নিজেদের তুলে আনছে।

তিনি বলছেন, লিটন, মিরাজ ও শান্ত ওখানে ছিল। তাসকিন ও ফিজ জিমে ছিল। অ্যাটিচিউট, নিজেদের প্রস্তুত করা ও ড্রেসিংরুমের আচরণের দিক থেকে তারা এখন এগিয়ে এসেছে। পারফরম্যান্সের দিক থেকেও তারা বাংলাদেশ ক্রিকেটের পরের ধাপের নেতৃত্ব দিতে পারে।

হাথুরুসিংহে এও দাবি করেন, ড্রেসিংরুমেও পরিবেশ ভালো। সাকিব-তামিম ইস্যুতে দলের পরিবেশ বেশ ভালো রয়েছে।

পরিবারই তার শক্তি উল্লেখ করে টাইগার কোচ বলেন, মানুষ কী চিন্তা করে, সেটা ভেবে লাভ নেই। আমার একটা শক্তির জায়গা হচ্ছে, আমি জানি কী চাই। আমি সেটার পেছনেই যাই, যেটা আমি চাই। নিজের ঠিক বিশ্বাসের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।