সেলিনা মনির এর তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হল আরো একটি নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা
সেলিনা মনির। লন্ডন প্রবাসী আন্তর্জাতিক মেকাপ আর্টিস তিনি। হাজারো নারীকে কর্মজীবী করে গড়ে তোলার এই করিগর লন্ডন প্রবাসী হলেও, বাংলাদেশের মেকআপ প্রেমীরা যাতে খুব সহজে মেকআপ শিখতে পারেন এবং নিজে প্রতিষ্ঠিত হতে পারেন। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।
আর নারী উন্নয়নের জন্য নিরলাস ভাবে কাজ করে যাওয়া, এই মহিয়সী নারী, সেলিনা মনিরের কাছে হাতেখড়ি নিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন অসংখ্য নারী। সারাদেশে তৈরি করেছেন এবং করে যাচ্ছেন অসংখ্য মেকআপ আর্টিস্ট।
এরই ধারাবাহিকতায় ৩০ শে আগষ্ট। আন্তর্জাতিক মেকাপ আর্টিস সেলিনা মনির এর তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হল আরো একটি নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা। গুলশান- ২ সিক্স সিজেন হোটেলে ৪০/৫০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহন করেন এই কর্মশালায়। প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারী সকল নারী উদ্যোক্তাদের সনদ বিতরন করেন সেলিনা মনির। এবং সবশেষে উপস্থিত নারী উদ্যোক্তাদেরকে নিয়ে জমকালো ফ্যাশন শো প্রতিযোগীতার মাধ্যমে কর্মশালার অনুষ্ঠানটি শেষ করা হয়।
সেলিনা মনিরের লক্ষ্য শুধু নারীদের মেকআপ শেখানো নয়, বরং তাদের মধ্যকার সুপ্ত উদ্যোক্তাদের বের করে আনাও। তিনি চান প্রতিটি নারীই স্বনির্ভর হয়ে গড়ে উঠুক এবং তাদের দক্ষতা বৃদ্ধি করুক। তিনিই প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশে ফ্রিল্যান্সিং মেকআপ চালু করেছেন।
বাংলাদেশি নারী হিসেবে দীর্ঘ ১০ বছরের অভিজ্ঞতায় মেকআপ ইন্ডাস্ট্রির শীর্ষে নিজের অবস্থান করে নিয়েছেন তিনি । বিউটি ইন্ডাস্ট্রির প্রতি অধীর আগ্রহ, রূপসজ্জা ও চুল সম্পর্কে তার বিদ্যমান জ্ঞান থেকেই পথচলা শুরু। চুল ও রূপসজ্জার ওপর ৩টি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন সেলিনা মনির। তিনি একই সঙ্গে বাংলাদেশ ও লন্ডনে কাজ করছেন।
লন্ডন থেকেও অনলাইনের মাধ্যমে মেকআপ ওয়ার্কশপ পরিচালনা করে থাকেন তিনি । বর্তমানে আন্তর্জাতিক মেকআপ শিল্পী সেলিনা মনিরের কাছে হাতেখড়ি নিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন অসংখ্য নারী। তাছাড়া এদের মধ্যে বেশির ভাগ লোকই তাদের নিজস্ব বিউটি পার্লার খুলেছে এবং কয়েকজন মেকআপ শিল্পী তাদেরকে স্বাধীন ভাবে এই পেশায় নিয়োজিত করেছে।
সেলিনা মনির এখন অনেকের কাছে অনুপ্রেরণা। মেকআপ শিল্পীরা কীভাবে শিল্প শিখে সফল হতে পারে সে সম্পর্কে বার্তা দেওয়ার জন্য তাকে জাতীয় টিভি চ্যানেলের বিভিন্ন টকশোতে অংশগ্রহন করতেও আমন্ত্রণ জানানো হয়। তার এসব সফলতা হচ্ছে প্রতিটি স্বপ্নের ফসল।