সাজেকে কটেজ না পেয়ে দর্শনার্থীদের রাস্তায় রাত্রিযাপন

সাজেকে কটেজ না পেয়ে দর্শনার্থীদের রাস্তায় রাত্রিযাপন

সাপ্তাহিক ও বড় দিনের টানা তিনদিনের ছুটিতে উপচে পড়া ভিড় সাজেকের রাস্তায়। ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক যাওয়াতে অনেকেই রিসোর্ট-কটেজ খালি না পেয়ে রাত কাটাচ্ছেন কটেজের বারান্দায়। এমনকি রাস্তায় ও গাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা তিনদিন বন্ধ উপলক্ষে প্রায় মাসখানেক আগে থেকেই সাজেকের সবকটি রিসোর্ট-কটেজের শতভাগ বুকিং হয়ে যায়। যারা আগে বুকিং না দিয়ে গতকাল সাজেকে প্রবেশ করেছেন তারা কোথাও কক্ষ খালি পাননি। কক্ষ খালি না পেয়ে অনেকেই বিকেলে ফেরত চলে যান। যারা রয়ে গিয়েছিলেন তারা সন্ধ্যা অব্দি কোথাও রুম না পেয়ে রাস্তায় ঘুরাঘুরি করতে থাকেন। পরবর্তীতে সাজেক রুইলুই পর্যটনকেন্দ্র রিসোর্ট-কটেজ মালিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের লুসাই ক্লাব ঘরে যেতে বলা হয়। সেখান কিছু পর্যটকের থাকার ব্যবস্থা করে দেয়া হয়। এরপরেও যাদের থাকার ব্যবস্থা হয়নি তারা পাশের ত্রিপুরা পল্লীর বাসাবাড়িতে আশ্রয় নেয়।

সাজেক চাঁদের বাড়ি রিসোর্টের ব্যবস্থাপক ইয়াছিন রাসেল বলেন, আমাদের রিসোর্টগুলো অনেক আগে থেকেই বুকিং হয়ে আছে এ মাস সম্পূর্ণ বুকিং। টানা ছুটিতে বার্তি পর্যটক আসায় অনেকে কটেসে জায়গা না পেয়ে রাস্তায় ও বিভিন্ন কটেসের বারান্দায় রাত কাটাচ্ছেন।

সাজেক জীপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, গতকাল (শুক্রবার) প্রায় ৩৫০টির মত গাড়ি সাজেকে প্রবেশ করেছে। যারা ব্যাক্তিগত গাড়ি নিয়ে এসেছেন কিন্তু রুম আগে থেকে বুকিং দেননি তারা বিকেলেই নিজের গাড়িতে ফেরত গেছেন। বাকি অনেক পর্যটক রুম না পাওয়ায় বাইরে থাকতে হয়েছে বলে শুনেছি। গতকালের স্কর্টে যারা এসেছিলেন তাদের ৮৫ শতাংশ শনিবার সকালে চলে গিয়েছেন। শনিবার ২০০টির মত জীপ সমিতির নিবন্ধনভুক্ত গাড়ি এবং ৫০টির মত ব্যাক্তিগত গাড়ি সাজেক ঢুকেছে। তবে আজকের পরিস্থিতি হয়তো গতকালের মত হবে না বলে জানান তিনি।

সাজেক রিসোর্ট মালিক সমিতিরর ভারপ্রাপ্ত সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, টানা তিনদিনের বন্ধের কারণে প্রচুর পরিমাণ পর্যটক চলে আসাতে গতকাল পর্যটকদের থাকার ক্ষেত্রে অসুবিধার হয়েছিল। আমরা মাইকিং করে লুসাই ক্লাব ঘরসহ আশেপাশের কিছু বাসাতে পর্যটকদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। তারপরও কিছু পর্যটককে কটেজগুলোর বারান্দায় থাকতে হয়েছে।

তিনি আরও বলেন, সাজেকে ১১২টি কটেজের ধারণ ক্ষমতা তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ। কিন্তু গতকাল প্রায় ৫ হাজারের মত পর্যটক সাজেক এসেছে।