সব দায়িত্ব আমার একার না : সাকিব

সব দায়িত্ব আমার একার না : সাকিব

এশিয়া কাপে বাংলাদেশ দলের সময়টা কাটছে দুঃস্বপ্নের মতো। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনাল খেলার লক্ষ্য থাকলেও এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে টাইগাররা। নড়বড়ে ব্যাটিং বিভাগ নিয়ে বারবার ভরাডুবি হয়েছে লাল-সবুজ দলের। তাই এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখলেও সুপার ফোর থেকেই বিদায় নিয়েছে সাকিব বাহিনী।

এমন পরিস্থিতিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও শঙ্কা জাগছে। দুয়েকজন পারফর্ম করলেও দলগতভাবে এশিয়া কাপে ভালো করতে পারেননি। সবমিলিয়ে বিশ্বকাপের আগে স্বস্তিতে নেই লাল সবুজের দল। কিন্তু টাইগার অধিনায়ক সাকিব ভারত ম্যাচের আগে সাফ জানিয়ে দিলেন, সব দায়িত্ব তার একার নয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভারত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশ্বকাপ ইস্যুতে সাকিব বলেছেন, ‘দেখুন সব দায়িত্ব আমার না। আমি শিউর, সবার আলাদা আলাদা দায়িত্ব আছে। আমি মনে করি, সবাই যার যার দায়িত্ব পালন করবে। সবাই যদি নিজেদের দায়িত্ব পালন করতে পারে তাহলে দল হিসেবে আমরা ভালো করতে পারব। সবাই এখানে চেষ্টা করবে। কেউ খারাপ করতে চাইবে না। আমি আশাবাদী যে আমার টিম বিশ্বকাপে ভালো করবে।’

এশিয়া কাপে ব্যাটিংয়ের হতাশা নিয়ে সাকিব বলেন, ‘ব্যাটিং ভালো করতে পারিনি সেটা তো অবশ্যই হতাশার। যেটা চেয়েছিলাম সেটা হয়নি। হয়তো পরের টুর্নামেন্টে হয়তো পারব।’

ভারত ম্যাচে পিচ কেমন থাকবে এমন প্রশ্নে সাকিব বলেন, ‘আসলে পিচের ওপর সবকিছু নির্ভর করছে। যদি ভালো উইকেট হয় তাহলে তেমন কিছু না-ও হতে পারে। আবার স্পিনিং উইকেট হলেও হতে পারে। আমাদের মুক্ত চিন্তা নিয়ে যেতে হবে। আসলে ভালোভাবে বোঝা যাবে খেলা শুরুর পরে। এর আগে শুধু ধারণাই করা যাবে। তবে কম্বিনেশনে স্পিন থাকবে। কারণ, শেষ ৩-৪ ম্যাচে স্পিনাররা সুযোগ পাচ্ছে এখানে।’