গৌরনদীতে শোক সইতে না পেরে পিতার মৃত্যু; প্রবাসী পুত্রের লাশ পিতার পাশে দাফন

গৌরনদীতে শোক সইতে না পেরে পিতার মৃত্যু; প্রবাসী পুত্রের লাশ পিতার পাশে দাফন

রিপোর্ট - রুহুল আমিন খান : বরিশালের গৌরনদীতে দুবাই প্রবাসী পুত্র শাহিন সরদারের (৫০) মৃত্যুর শোক সইতে না পেরে  পিতা আকুবালী সরদার (৭০) স্ট্রোক করে মারা  যাওয়ার ৭ দিনপর  প্রবাসী পুত্রের (শাহিন) লাশ দেশে এনে পিতার কবরের পাশে দাফন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাদআছর মরহুমের (শাহিন) জানাজা শেষে  গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের সরদার বাড়ির পারিবারিক গোরস্থানে পিতার কবরের পাশে পুত্রের (শাহিন) লাশ দাফন করা হয়। পিতা ও পুত্রের মৃত্যুতে স্বব্জনদের কান্নায়  ও আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। 

পারিবারিক সূত্রে জানাগেছে, গত ১৬ বছর পূর্বে চাকরির জন্য উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের আকুবালী সরদারের (৭০) ছেলে শাহিন সরদার (৫০)  দুবাই প্রবাসে যায়।  ২/৩ বছর পরপর সে (শাহিন)  ছুটি নিয়ে দুবাই থেকে দেশের (বাংলাদেশ) বাড়িতে ফিরে আসতেন।  সর্বশেষ ছুটি শেষে ২০২০ সালের এপ্রিল মাসে  সে (শাহিন) বাড়ি থেকে পুনর্রায় দুবাই যান।  দুবাই প্রবাসী শাহিন সরদার  স্ট্রোক করে গত ২২ ডিসেম্বর রাতে প্রবাসে (দুবাই) বসে মারা যায়।

আকুবালীর ভাইয়ের ছেলে আহাদুল সরদার জানান,  গত ২২ ডিসেম্বর রাতে  দুবাই প্রবাসী পুত্র শাহিন মারা যাওয়ার সংবাদ শাহিনের সহকর্মীদের মাধ্যমে পেয়ে বাবা-মাসহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বব্জনদের কান্নায় ও আহাজারিতে  আকাশ বাতাস ভারি হয়ে উঠে।   শাহিনের বাবা ও মা, স্ত্রী, ছেলে, মেয়ে বারবার মূর্ছা যায়।  প্রবাসী পুত্রের মৃত্যুর শোক সইতে না পেরে গত ২৯ ডিসেম্বর সকালে শাহিনের বাবা আকুবালী মূর্ছা গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষনিক  তাকে প্রথমে  গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে (আকুবালী)  ২৯ ডিসেম্বর  রাতে মারা যায়।  গত ৩০ ডিসেম্বর আকুবালীর লাশ সরদার বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দুবাই থেকে শাহিনের লাশ গতকাল বৃহস্পতিবার সকালে  ঢাকা হযরত শাহ্জালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পেীঁছে। বিমান বন্দর থেকে তার স্ত্রী চম্পা বেগমসহ ৩/৪ স্বজন শাহিনের লাশ (কফিন) গ্রহণ করেন। গতকাল বৃহস্পতিবার বাদআছর মরহুমের (শাহিন) জানাজা শেষে  শাহিনের লাশ পারিবারিক গোরস্থানে পিতা আকুবালীর কবরের পাশে দাফন করা হয়েছে।

বার্থী ইউপি চেয়রম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, দুবাই প্রবাসী পুত্র শাহিন সরদারের লাশ দেশে এনে  বৃহস্পতিবার বাদআছর বাঙ্গিলা গ্রামে পিতা আকুবালী সরদারের কবরের পাশে পুত্রের (শাহিন)  লাশ দাফন করা হয়েছে। প্রবাসী মৃত্যুর শোক সইতে না পেয়ে বৃদ্ধ পিতা আকুবালী সরদার স্ট্রোক করে ২৯ ডিসেম্বর রাতে মারা গেছেন।