রিকশাচালককে পুলিশের মারধর, প্রতিবাদে সড়কে বিক্ষোভ

রিকশাচালককে পুলিশের মারধর, প্রতিবাদে সড়কে বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা রিকশাচালককে মারধরের অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ রিকশাচালকরা।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র এলাকায় এ ঘটনা ঘটে।  প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ রিকশাচালকরা ও উপস্থিত জনতা।

আহত মো. নাজমুল নামে ওই রিকশাচালককে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য হলেন ঢাকা জেলা ট্রাফিক পুলিশের উপপরিদর্শক মো. হেলাল।

এক রিকশাচালক বলেন, হাইওয়ে পুলিশের কর্মকর্তা হেলাল বিকেলে নাজমুলের রিকশা আটক করে। এ সময় ওই পুলিশের সঙ্গে নাজমুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতে থাকা ওয়ারলেস সেট দিয়ে নাজমুলের মাথায় আঘাত করেন ওই পুলিশ। এতে রিকশাচালক রক্তাক্ত হলে আশপাশের লোকজন ও রিকশাচালকরা এগিয়ে আসে। পরে তারা বলিভদ্র এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

সাভার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আবুল হোসেন বলেন, ঘটনা শুনেছি। এখন কটা মিটিংয়ে আছি।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হাকিম সাংবাদিকদের বলেন, রিকশাচালকরা বিকেল ৫টার দিকে বলিভদ্র এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কটিতে দীর্ঘ যানজটের দেখা দিয়েছে। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।