মেসির গোল বাতিল করা প্রসঙ্গে মুখ খুললেন রেফারি

মেসির গোল বাতিল করা প্রসঙ্গে মুখ খুললেন রেফারি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচের অতিরিক্ত সময়ে ‘লিওনেল মেসির করা দ্বিতীয় গোলটি বাতিল করা উচিত ছিল’ এমন দাবির প্রতিক্রিয়া জানিয়ে মুখ খুলেছেন ফাইনালের রেফারি সাইমন মার্সিনিয়াক।

ম্যাচের অতিরিক্ত সময়ে মেসির গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিলিয়ান এমবাপ্পের দ্বিতীয় পেনাল্টি শুটআউটে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে যায় ফ্রান্স।

ফাইনালের পর ফরাসি একাধিক মিডিয়ার দাবি, আর্জেন্টিনার তৃতীয় গোলটি দেওয়া উচিত হয়নি। কারণ, বাইরের ফুটবলাররা মাঠে ঢুকে পড়েছিল।

ফরাসি মিডিয়ার এমন দাবির পরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন ফাইনাল ম্যাচের রেফারি মার্সিনিয়াক।

মোবাইলে একটি ছবি দেখিয়ে পোলিশ রেফারির দাবি, ফরাসিরা এই ছবিটি উল্লেখ করেনি। যেখানে আপনি দেখতে পাচ্ছেন, এমবাপ্পে গোল করার সময় মাঠে সাতজন ফরাসি মাঠে ঢুকে গেছেন।