মানসিক অশান্তিতে যুবকের আত্মহত্যা

মানসিক অশান্তিতে যুবকের আত্মহত্যা

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে প্রায় ১২ ঘণ্টায় চারটি অপমৃত্যু হয়েছে। তাদের মধ্যে সড়ক দুর্ঘটনা ও ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা রয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) থানা থেকে এসব তথ্য পাওয়া গেছে। এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত জেলার কামারখন্দ, বেলকুচি, শাহজাদপুর ও সদর উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, শাহজাদপুর পৌর সভার দ্বারিয়াপুর মহল্লার ইসহাক আলীর পালিত ছেলে সাদ্দাম হোসেন (২৮), কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামের মৃত তোফজ্জল মণ্ডলের মেয়ে সালেহা (৫০), বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রামের মৃত আব্দুস ছালাম প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম (২০) সদর উপজেলার খোকশাবাড়ি গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র সিফাত রহমান (৭)।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, অনেক দিন আগে স্বামী ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন ধরে সাংসারিক নানা কারণে মানসিক অস্থিরতায় ভুগছিলেন সালেহা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বেলকুচি সদর ইউনিয়নের মুলকান্দি দশখাদা গ্রামে একটি খোলা মাঠে মনিরুলের গলাকাটা মরদেহ দেখে এলাকাবাসী থানায় সংবাদ দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা জানান, সাদ্দাম হোসেন স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে মানসিক অশান্তিতে ছিলেন। তার বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরের অপরিচিতি এক ব্যক্তির বাড়ির কাঁঠালগাছের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে সংবাদ পেয়ে মঙ্গলবার দুপুরে সাদ্দাম হোসেনেরে মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম শাহ জানান, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বাবা আব্দুল আল মামুনের মোটরসাইকেলযোগে পৌর এলাকার বাইরে গোলা পাঠশালা স্কুলের সামনে আসে সিফাত। মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে শহরের দিকে যাওয়ার সময় একটি অটোরিকশা সিফাতকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।