বিসিবি থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে সাক্ষাৎকার দিয়েছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এরই পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেবে বিসিবি। এমনটিই জানিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তবে গুঞ্জন উঠেছে, বিসিবি নোটিশ দেয়ার আগেই চাকরি ছেড়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
এ ছাড়াও, বুধবার (২৪ আগস্ট) দেশের আরও একটি গণমাধ্যমকে চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডমিঙ্গো।
আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টিতে কোনো দায়িত্বে রাখা হয়নি ডমিঙ্গোকে। টি-টোয়েন্টি থেকে একবারেই সরিয়ে দেয়া হয় তাকে। এরপর দেশে ফিরে যান তিনি। দেশে ফিরে পরিবারের সঙ্গে কথা বলে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তার। যদিও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডমিঙ্গো এখনও প্রধান কোচ এবং বুধবার পর্যন্ত ডমিঙ্গোর কাছ থেকে পদত্যাগপত্র পায়নি বলেও জানায় বিসিবি।
সম্প্রতি বাংলাদেশে ভালো সময় যাচ্ছিল না ডমিঙ্গোর। জাতীয় দল-সংশ্নিষ্ট একজন জানান, কোচিং স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল তার।