বাবা-মা ও সন্তানের জন্ম একই দিনে

বাবা-মা ও সন্তানের জন্ম একই দিনে

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে কাকতালীয় ঘটনা কতই না ঘটে। তবে সম্প্রতি এমন এক কাকতালীয় ঘটনা ঘটেছে যে তা জেনে অবাক না হয়ে আপনি পারবেন না। কখনও শুনেছেন, বাবা-মা ও সন্তানের জন্ম একই দিনে হয়েছে?

কী বিশ্বাস করতে পারছেন না তো? বিরল এ ঘটনাটি ঘটেছে আমেরিকায়। সেখানকার এক দম্পতির জীবনে ঘটেছে এমন বিরল ঘটনা।

আলাবামা প্রদেশের হান্টসভিলের বাসিন্দা ক্যাসিডি এবং ডিলান। গত ১৮ ডিসেম্বর তাদের কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যাসন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে লেনন।

তবে অবাক করার বিষয় হলো এই ১৮ ডিসেম্বর তারিখটি কিন্তু লেননের একার জন্মতারিখ নয়। ওই দিনটিতে জন্ম নিয়েছিলেন লেননের বাবা-মাও।

পরিবারের তিন সদস্যের জন্মদিনের তারিখ একটাই। এমন কাণ্ড নাকি ১ লাখ ৩৩ হাজারে একবার ঘটে। এদিকে চিকিৎসকরা জানান, এ দম্পতিকে সন্তান প্রসবের সময় দেয়া হয়েছিল ১৭ ডিসেম্বর। কিন্তু সে সময় পেরিয়ে শেষ পর্যন্ত ১৮ ডিসেম্বর ভোররাত সাড়ে ১২টার সময় ক্যাসিডি ও স্কটের কন্যা লেননের জন্ম হয়।

এরপরই ফেসবুকে এই বিরল ঘটনা নেট মাধ্যমে পোস্ট করে হান্টসভিল হাসপাতাল। হাসপাতালের এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষ শুভেচ্ছা জানিয়েছেন ক্যাসিডি, ডিলান ও তাদের একমাত্র কন্যাসন্তান লেননকে। একসঙ্গে জন্মদিন পালনেরও শুভকামনা করেছে অনেক শুভাকাঙ্ক্ষী।

সূত্র: এই সময়