আব্দুল আউয়াল, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ার সলিয়া বাকপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর ধারালিয়া গ্রামে জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে ফেলা সহ মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নুর ইসলাম হাওলাদার বাদি হয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগে জানা গেছে ১৫ অক্টোবর দুপুরে উত্তর ধারালিয়ার হাওলাদার বাড়ির নুর ইসলাম হাওলাদারের বসত ঘরের সীমানায় রোপিত বিভিন্ন প্রজাতির গাছ শত্রুতার কারণে একই বাড়ির মোসলেম হাওলাদারের ছেলে ফারুক, মাহাবুব, সেলিম ও তার দুই ছেলে হৃদয় এবং তামিম গাছ কেটে ফেলে। এসময়ে তাদের বাধা দিতে গেলে মেহেরানা, ছনিয়া ও সোলায়মানকে মারধর করে একটি স্বর্নের চেইন ও নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এদিকে সরেজমিনে গেলে মাহবুব হাওলাদার ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে বলেন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ সত্য নয়। এবিষয়ে ওই বাড়ির শালিসদার মহিতুল ইসলাম বলেন বিরোধীয় সম্পত্তি নিয়ে একাধিক বার সালিসি করা হলেও এর কোন সুরাহা হয়নি।