বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী গ্রিস

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী গ্রিস

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস এস ডেন্ডিয়াস এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস এস ডেন্ডিয়াস বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে সম্প্রতি ড. মোমেনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

নিকোস এস ডেন্ডিয়াস সর্বশেষ ২০১৯ সালে এথেন্সে অনুষ্ঠিত তাদের ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করে বলেন, ওই বৈঠক দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে গতি সঞ্চারক হিসেবে কাজ করেছে।

দুই দেশের পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে অর্থনৈতিক ও বাণিজ্য বিনিময় বাড়াতে রাজনৈতিক পরামর্শ ও সংলাপের মাধ্যমে উভয় দেশের সম্পর্ক সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলে তিনি শুভেচ্ছা বার্তায় আশা প্রকাশ করেন।