বাংলাদেশ দলের জন্য দুজন কোচ খুঁজছে বিসিবি

বাংলাদেশ দলের জন্য দুজন কোচ খুঁজছে বিসিবি

বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন রাসেল ডোমিঙ্গো। ফলে প্রোটিয়া এই কোচের সঙ্গে তিন বছর ৪ মাসের যাত্রা থামল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ফলে জাতীয় দলের জন‌্য নতুন কোচ খোঁজার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই সংস্থা।

বুধবার (২৮ ডিসেম্বর) টাইগার কোচিং প্যানেল থেকে ডোমিঙ্গোর বিদায় ও নতুন কোচ খোঁজার প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানে তিনি জানিয়েছেন, তিন ফরম্যাটের জন্য মোট দুইজন কোচ খুঁজছে বোর্ড।

জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আমাদের এখন যাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে তাদের মধ্যেই কেউ একজন হয়তো দায়িত্ব নেবে। এখন চূড়ান্ত না হওয়া পর্যন্ত নাম উল্লেখ করতে চাচ্ছি না। আগে চূড়ান্ত হোক, তারপর প্রকাশ করব। হয়তো দুজন কোচকে দেখা যাবে। টি-টোয়েন্টির জন্য একজন, টেস্ট এবং ওয়ানডের জন্য আরেকজন কোচ।’

তিনি আরও বলেন, ‘আমাদের আগেই প্ল্যান ছিল টি-টোয়েন্টিতে আলাদা কোচ রাখব। বোর্ড প্রেসিডেন্টও আগে এটা বলেছেন। উনি এটাও বলেছেন লম্বা সময় চিন্তার জন্য, কোচিং সিস্টেমটা একটা ট্র্যাকে আনার জন্য পারফরম্যান্স ম্যানেজার নিয়োগ দেবে। সে বাংলাদেশের অভার অল ক্রিকেটটা নিয়ে কাজ করবে। এবং সে আমাদের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দেবে, লম্বা সময়ের জন্য পরিকল্পনা দেবে।’

এদিকে ডোমিঙ্গোর পদত্যাগের বিষয়ে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘ডোমিঙ্গো গতকাল (মঙ্গলবার) রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়ে পদত্যাগ করেছেন। তবে তিনি এখানে কোনো কারণ দেখায়নি। বোর্ড তাকে সাপোর্ট দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে সে। বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে সে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে।’