বরিশাল-৩ আসনে নৌকার কান্ডারী হিসেবে বিকল্পহীন এম সাইফুল আলম

বরিশাল-৩ আসনে নৌকার কান্ডারী হিসেবে বিকল্পহীন এম সাইফুল আলম

রিপোর্ট - আরিফিন রিয়াদ :

এম সাইফুল আলম। বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের প্রয়াত হাজী মোহাম্মদ হোসেন মোল্লার কনিষ্ঠ পুত্র। বর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সম্পাদকের।

সামরিক শাসন আর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছাত্রলীগের রাজনীতির সাথে রাজপথে থাকা এই সাইফুল আলম নেতৃত্ব দিয়েছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ নেতা হিসেবে।

শুধু রাজনৈতিক ব্যক্তিই নয় বরং এম সাইফুল আলম একাধারে একজন সমাজ সেবক ও ব্যবসায়ী। সদা কর্মচঞ্চল, মানবদরদী, দানশীল ব্যক্তিত্ব সাইফুল আলম একজন দক্ষ ব্যবসায়ী ও সমাজ সেবক এবং আদর্শবান রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন তার সততা ও নিষ্ঠার মাধ্যমে। বাবুগঞ্জের কলিকাপুর গ্রামে তিনি প্রতিষ্ঠা করেছেন জামে মসজিদ, মসজিদটি পরিচালনা করছেন সম্পূর্ণ নিচের অর্থায়নে। এছাড়াও বড় ধরণের সাহায্য ও সহযোগীতা করে যাচ্ছেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ, মাদ্রাসায়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল-৩ তথা বাবুগঞ্জ-মুলাদী আসনে থেকে বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, সৎ রাজনৈতিক হিসাবে সর্ব মহলে পরিচিত বরিশাল, বাবুগঞ্জ উপজেলার মাটি ও মানুষের এই কেন্দ্রীয় যুবলীগ নেতা এম. সাইফুল আলম।

আসন্ন নির্বাচনে নির্বাচিত হলে বাবুগঞ্জ-মুলাদী বাসীর দুর্দশা লাঘবে সাধ্যের সর্বোচ্চ শক্তি দিয়ে তা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করার অঙ্গীকার করেছেন তিনি। এছাড়াও নৌকার পক্ষে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বরিশাল-৩ আসনের সর্বস্তরের জনগনের একত্ততায় অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান এম. সাইফুল আলম।