পেঁয়াজের দাম হাফসেঞ্চুরি পার

পেঁয়াজের দাম হাফসেঞ্চুরি পার

বরিশালমেট্রো ডেস্ক:  আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। সপ্তাহের প্রথম দিন শনিবার (১২ আগস্ট) পেঁয়াজের দাম হাফসেঞ্চুরি পার করে হিলি স্থলবন্দরে। ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে।

শনিবার দুপুরের পর থেকেই হিলি স্থলবন্দরে প্রবেশ করে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বোঝাই ট্রাক। ট্রাকগুলো সাজিয়ে রাখা হয় বন্দরের অভ্যন্তরে। মূলত বেচাকেনা শুরু হয় তিনটার পর থেকে। শনিবার বন্দরে গিয়ে দেখা যায়, চাহিদা বেশি থাকায় অধিকাংশ পেঁয়াজ বিক্রি হয়ে গেছে অনেক আগে।

কথা হয় পেঁয়াজ কিনতে আসা পাইকার সেলিম মিয়ার সাথে। তিনি বলেন, প্রতিদিন বন্দর থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন জায়গায় পাঠাই। আজকেও দুই ট্রাক পেঁয়াজ কিনেছি। দাম অনেক বেশি। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার (১০ আগস্ট) নাসিক জাতের পেঁয়াজ কিনেছিলাম ৪৫ টাকা আজ শনিবার (১২ আগস্ট) কিনলাম ৫২ টাকা।

তিনি বলেন, একই সময় ইন্দ্র জাতের পেঁয়াজ কিনেছি ৩৭ থেকে ৩৮ টাকা সেই পেঁয়াজ আজ নিতে হলো ৪৫ টাকায়। রাজস্থান জাতের পেঁয়াজ ৪ টাকা কেজিতে বেড়ে আজ বিক্রি হচ্ছে ৪৮ টাকা কেজিতে।

আরেক পাইকার জনি জানান, গত সপ্তাহ থেকেই পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই। পেঁয়াজের দাম যেভাবে বাড়ছে তাতে পেঁয়াজ কিনাই মুশকিল। বন্দরে পেঁয়াজের ট্রাক প্রবেশের সঙ্গে সঙ্গেই বিক্রি হয়ে যাচ্ছে। পেঁয়াজের চাহিদা অনেক বেশি।

পেঁয়াজ আমদানিকারক ব্যবসায়ীরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে যেভাবে পেঁয়াজ আমদানি হচ্ছে সেটা চাহিদার তুলনায় অনেকটাই কম। চাহিদা থাকার পরও পেঁয়াজ আমদানির বেশি করতে পারছি না। কারণ একদিকে ব্যাংকগুলো চাহিদা মতো এলসি দিচ্ছে না। তারপর ভারতের মুন্ডিগুলোতে পেঁয়াজ কম আমদানি হওয়ায় সেখানে প্রতিনিয়ত পেঁয়াজের দাম বাড়ছে। সপ্তাহের ব্যবধানে সেখানেই প্রতি কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৫ থেকে ৬ রুপি।

হিলি কাস্টমসের তথ্যমতে শনিবার ভারতীয় ৪২ ট্রাকে করে ১ হাজার ২৭৫ মেট্রিক পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।