পান্তকে ফিরিয়েছেন মিরাজ, চাপে ভারত

পান্তকে ফিরিয়েছেন মিরাজ, চাপে ভারত

ইতিহাস গড়ার দিকে এগোচ্ছে বাংলাদেশ। সকালের সেশনে ভারতের আরও দুই উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। এর মধ্যে সকালে জয়দেব উনাদকাতকে ফিরিয়ে দিন শুরু করেছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

এবার ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান ঋষভ পান্তকে ফিরিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচে বাংলাদেশই এখন চালকের আসনে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৭১ রান। বাংলাদেশের এই টেস্ট জিততে হলে আর প্রয়োজন ৪ উইকেট। ভারতের প্রয়োজন ৭৪ রান।

মিরপুর টেস্টে শেষ ইনিংসে ১৪৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে ভারত। যেখানে টেস্টের তৃতীয় দিন বিকালে ভারতীয়দের ৪ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশিরা।

টেস্টের চতুর্থ দিন সকালে আজ ৪ উইকেট হারিয়ে ৪৫ রান নিয়ে শুরু করেন ভারতীয়রা। সকালে আরও ১১ রান যোগ করতেই বিদায় নেন নাইটওয়াচম্যান জয়দেব উনাদকাত। ১৩ রান করা এই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিন শুরু করেন সাকিব।

এরপর দারুণ ফর্মে থাকা ঋষভ পান্তকে এলবির ফাঁদে ফেলে ফেরান মিরাজ। ভারতীয়দের প্রথম ৬ উইকেটের ৪টি নিয়েছেন এই ডানহাতি অফস্পিনার।