নির্বাচনের দুই সপ্তাহ আগে সন্তান জন্ম দিলেন প্রধানমন্ত্রী প্রার্থী

নির্বাচনের দুই সপ্তাহ আগে সন্তান জন্ম দিলেন প্রধানমন্ত্রী প্রার্থী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রার্থী পেতংতার্ন সিনাওয়াত্রা সোমবার সন্তান জন্ম দিয়েছেন। দুই সপ্তাহ পর ১৪ মে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ জনমত জরিপে এগিয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন।

শনিবার ভিডিও লিংকের মাধ্যমে সর্বশেষ প্রচারণা চালান তিনি। সোমবার নিজের ফেসবুক পাতায় নবজাতক ও স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করেন পেতংতার্ন।

থাইল্যান্ডের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (নিডা) জরিপ বলছে, ৩৬ বছর বয়সী পেতংতার্নের প্রতি ৩৫.৭ শতাংশ মানুষের সমর্থন আছে। এরপর আছেন পিতা লিমজারোনরাত (২০.২৫ শতাংশ)। তিন নম্বরে আছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ও-চা। ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেছিলেন। এরপর ২০১৯ সালের বহুল সমালোচিত নির্বাচনের পর সামরিক বাহিনী সমর্থক পিপিআরপি দলের সঙ্গে জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী থেকে যেতে সমর্থ হন প্রায়ুত চান-ও-চা। 

পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রাকে ২০০৬ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। দুর্নীতির অভিযোগ এড়াতে তিনি এখন দুবাইয়ে বাস করছেন। তার অনুপস্থিতিতে তাকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে।

সম্প্রতি তিনি লিখেছেন, ‘আমি বিদেশে থাকার সময়ে আমার সাত নাতি-নাতনির জন্ম হয়েছে। তাদের লালন-পালন করতে আমি ফিরে যাবে।’ তবে ঠিক কখন ফিরবেন, তা জানাননি।

সূত্র : ডয়চে ভেলে