‘তারেকের জনপ্রিয়তা দেখে বক্তব্য প্রচারে আদালতকে দিয়ে বাধা সৃষ্টি করছে’

‘তারেকের জনপ্রিয়তা দেখে বক্তব্য প্রচারে আদালতকে দিয়ে বাধা সৃষ্টি করছে’

আদালতকে ব্যবহার করে সরকার কন্ঠরোধ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বললেন, তারেক রহমানের জনপ্রিয়তা দেখে জনবিচ্ছিন্ন সরকার তার বক্তব্য প্রচারে আদালতকে দিয়ে বাধা সৃষ্টি করছে।

সোমবার (২৮ আগস্ট) প্রেসক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। জনগণের আন্দোলনে কর্পূরের মতো সব উবে যাবে বলে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন ড. মঈন খান।

বিএনপির এ নেতা বলেছেন, আদর্শচ্যুত আওয়ামী লীগ জনগণের মুখোমুখি দাঁড়িয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে বন্ধুরাষ্ট্রও ব্রিকসে বাংলাদেশের সদস্য পদের বিরোধিতা করেছে। আর ক্ষমতাসীনদের ওপর মানুষের আস্থা নেই বলেই দেশকে গুজবের ফ্যাক্টরি বানানো হয়েছে।