টেলর সুইফটকে টপকে গেলেন অরিজিৎ সিং

টেলর সুইফটকে টপকে গেলেন অরিজিৎ সিং

টেলর অ্যালিসন সুইফট, পাশ্চাত্য সঙ্গীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় পপ তারকা। অন্যতম ধনী তারকাও বটে। একটি-দুটি নয়, মোট ১২টি গ্র্যামি রয়েছে তার ঝুলিতে। এছাড়াও একাধিক অনন্য নজিরে সাজানো তার মুকুট। এবার বিশ্বখ্যাত এই পপ তারকাকে ছাড়িয়ে গেলেন ভারতের বাঙালি গায়ক অরিজিৎ সিং। কিন্তু কীভাবে?

গান শোনার অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাই। গান শোনার পাশাপাশি ওই প্ল্যাটফর্মে পছন্দের শিল্পীদের ‘ফলো’ করতে পারেন শ্রোতা ও অনুরাগীরা। সেই অনুরাগী সংখ্যার নিরিখেই টেলর সুইফটকে টেক্কা দিয়েছেন অরিজিৎ সিং। শুধু টেলর সুইফটকেই নয়, হলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় গায়িকা বিলি এইলিশকেও ছাড়িয়ে গেছেন অরিজিৎ। স্পটিফাইয়ে এখন তার অনুরাগীর সংখ্যা আট কোটি ৬০ লাখেরও বেশি। যেখানে টেলর সুইফটের অনুরাগী সংখ্যা সাত কোটি ৯০ লাখের কাছাকাছি। 

স্পটিফাইয়ে জনপ্রিয়তার নিরিখে এখন তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। তার অনুরাগী সংখ্যা ১১ কোটি ৩০ লাখের বেশি। দ্বিতীয় স্থানে রয়েছেন পপ তারকা অ্যারিয়ানা গ্র্যান্ডে, যার অনুরাগী সংখ্যা প্রায় নয় কোটি ১০ লাখ। তার পরেই স্থান বিশ্বখ্যাত ভারতীয় গায়ক অরিজিতের।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম অরিজিতের। জিয়াগঞ্জে বেড়ে ওঠা। সেখান থেকে এখন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক তিনি। রিয়্যালিটি শোয়ের মাধ্যমে গায়ক হিসেবে পথচলা শুরু করলেও সেই অনুষ্ঠানে নিজের ব্যর্থতায় মুষড়ে পড়েননি অরিজিৎ। নিজের প্রতিভাকে আরও শান দিয়েছেন গায়ক। তার ফলও পেয়েছেন হাতেনাতে। বলিউডের তো বটেই, এই মুহূর্তে বিশ্বেরও স্বনামধন্য গায়ক তিনি।

অন্যদিকে, আপাতত নিজের ষষ্ঠ ওয়ার্ল্ড ট্যুর ‘দ্য এরাজ ট্যুর’-এ ব্যস্ত রয়েছেন গায়িকা টেলর সুইফট। চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়েছে সেই ট্যুর। আগামী বছর ১৭ অগস্ট শেষ হতে চলেছে তা। বর্তমানে তিনি ৭৪০ মিলিয়নেরও বেশি মার্কিন ডলারের মালিক তিনি।