ঝালকাঠিতে গ্রাহকের প্রায় ১০ কোটি টাকা নিয়ে উধাও আল-হেমায়েত মাল্টিপারপাস
কামরুজ্জামান সুইট, ঝালকাঠি:- ঝালকাঠির রাজাপুরে সুদমুক্ত মুনাফার কথা বলে গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া প্রায় ১০ কোটি টাকা নিয়ে উধাও হওয়া আল-হেমায়েত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রাহকরা।
শুক্রবার সকালে রাজাপুর উপজেলার গালুয়া পাকাপোল বাজার এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দশ বছর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আকন, মুফতী সৈয়দ মোহাম্মদ তাজুল ইসলাম ও মাওলানা হেলাল উদ্দিন মিলে আল-হেমায়েত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রতিষ্ঠা করেন। এলাকার বিভিন্ন সরল সহজ মানুষ তাদের অর্জিত অর্থ ওই প্রতিষ্ঠানে জমা রাখে। অল্প সময়ের মধ্যেই গ্রাহককে মোটা অংক মুনাফা (লাভ) দিয়ে এলাকায় সাধারণ মানুষকে আকৃষ্ট করে তোলে। কিন্তু হঠাৎ এক সপ্তাহ আগে আল-হেমায়েত মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর কার্যালয়ে তালা মেরে উধাও হয়ে যায় কর্মকর্তারা। খবর পেয়ে শুক্রবার সকাল থেকে গ্রাহকরা জেলার রাজাপুর উপজেলার গালুয়া পাকাপোল বাজার এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়।
প্রতিষ্ঠানে টাকা জমা রাখা ভুক্তভোগী আলেয়া বেগম, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, মো. হানিফ, মহিউদ্দিন খান, আলতাফ, কামাল, হেলেনা সহ একাধিক ব্যক্তি বলেন, আমাদের প্রায় দশ লাখ টাকা জমা ছিল ওই প্রতিষ্ঠানে। এই টাকা নিয়ে পালিয়েছে প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এ বিষয়ে কোম্পানির ভাইস চেয়ারম্যান মুফতী হেদায়েত উল্লাহ আনছারী মুঠোফোনে বলেন, আমি নামেমাত্র ভাইস চেয়ারম্যান, টাকা পয়সার লেনদেন ও জমি জমা ক্রয়সহ সকল বিষয় মাওলানা রফিকুল ইসলাম আকন নিয়ন্ত্রণ করতেন। আমার মাধ্যমে এ প্রতিষ্ঠানে যে গ্রাহকরা টাকা জমা রেখেছেন আমি তাদের সাথে বিষয়টি সমাধান করবো। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।