‘জুদাই’-এ অনিল কাপুর ও শ্রীদেবীর ছেলে রোমি এখন কত বড় হয়েছে?
বিনোদন ডেস্ক : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে একসময় রীতিমত ঝড় তুলেছিল অনিল কাপুর (Anil Kapoor) এবং শ্রীদেবী (Sridevi) -র জুটি। একাধিক সুপারহিট সিনেমা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছিলেন তারা। পরে অবশ্য শ্রীদেবী হয়ে যান অনিল কাপুরের দাদা বনি কাপুর (Boney Kapoor) -র স্ত্রী। সম্পর্কে তারা ছিলেন দেওর-বৌদি। তবে পর্দাতে আবার তারাই ছিলেন স্বামী-স্ত্রী। তাদের এরকমই একটি ছবি ছিল ‘জুদাই’ (Judaai)। এখানে শ্রীদেবী ও অনিল কাপুর স্বামী-স্ত্রীর ভূমিকাতে অভিনয় করেছিলেন।
এই ছবিটি বক্স অফিসে দারুণ হিট হয়েছিল। যে কারণে দর্শকরা আজও ছবিটিকে মনে রেখেছেন। ছবিতে অনিল এবং শ্রীদেবীর ছোট্ট দুই পুত্র সন্তানকে দেখানো হয়েছিল। তাদের মধ্যে একজন ছিল রোমি ওরফে ওমকার কাপুর (Omkar Kapoor)। সে অনিল ও শ্রীদেবীর বড় ছেলের ভূমিকাতে অভিনয় করেছিল। অনিল কাপুর, উর্মিলা মাতণ্ডকর এবং শ্রীদেবীর মত তারকাদের পাশে নজর কেড়েছিল ছোট্ট এই অভিনেতা।
১৯৯৪ সালে জনপ্রিয় তেলেগু ছবি ‘শুভলগ্নাম’ এর হিন্দি রিমেক ‘জুদাই’ মুক্তি পায় ১৯৯৭ সালে। এই ছবির গল্প ছিল বেশ ইউনিক। যেখানে টাকার লোভে নিজের স্বামীকেই উর্মিলার কাছে বিক্রি করে দেন শ্রীদেবী। ছবিটি ওই বছর বলিউডের সর্বোচ্চ আয়কারী ছবিগুলোর মধ্যে অষ্টম স্থানে ছিল। ওই সময়কালে প্রায় ২৮ কোটি ৭৭ লক্ষ টাকা উপার্জন করেছিল ‘জুদাই’।
এই ছবিতে শ্রীদেবী এবং অনিল কাপুরের ছেলের রোমির অভিনয় দেখে দর্শকরা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই ছোট্ট ছেলেটি এখন আর ছোট নেই। অনেক বড় এবং অনেক বেশি হ্যান্ডসাম হয়েছে ছোট্ট রোমি। এখন তার বয়স ৩৬ বছর। যদিও ‘জুদাই’য়ের আগে ‘মাসুম’ ছবিতে শিশু অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন ওমকার। কিন্তু ‘জুদাই’ ছবিতে তিনি প্রথম নজরে পড়েন দর্শকদের।
ওমকার এরপর সালমান খানের ‘জুড়ওয়া’ ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবিতে সালমানের ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এরপর গোবিন্দার সঙ্গে হিরো নাম্বার ওয়ান ছবিতেও তিনি ছিলেন। মোটকথা ছোটবেলায় অনেক সুপারহিট বলিউড ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন ওমকার। বড় হয়েও তিনি ধারাবাহিকভাবে অভিনয় করেছেন বেশ কিছু সিনেমাতে।
ওমকারকে ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘ঝুটা কাহি কা’র মত ছবিতে দেখেছেন দর্শকরা। তার চেহারা বলিউড হিরোদের তুলনায় কিছু কম নয়। তবে শুধু সিনেমাতেই নয়, বেশ কিছু সিরিয়াল এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন ওমকার। ফিল্মি চক্কর, সিয়াসতের মত সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। এছাড়া কৌশিকী, ভূতপূর্বা, ভ্রম, বিসাত, ফরবিডেন লাভ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন ওমকার।