চলে গেলেন কিংবদন্তি পপ তারকা টনি বেনেট

চলে গেলেন কিংবদন্তি পপ তারকা টনি বেনেট

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি পপ তারকা টনি বেনেট মারা গেছেন। মৃত্যুকালে এ পপ ও জ্যাজ তারকার বয়স হয়েছিল ৯৬ বছর। স্থানীয় সময় শুক্রবার (২১ জুলাই) সকালে তিনি নিউইয়র্কে মারা যান। খবর বিবসির।

২০১৬ সাল থেকে আলঝেইমার রোগে ভুগছিলেন শিল্পী। অসুস্থতা নিয়েও পারফর্ম করে গেছেন টনি। তবে তার পরিবারের পক্ষ থেকে রোগাক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয় ২০২১ সালে।

১৯২৬ সালে যুক্তরাষ্ট্রে ইতালির এক অভিবাসী পরিবারে টনির জন্ম। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারিয়ে পরিবারিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়েন।

নিউ ইয়র্কের স্কুল অফ ইন্ডাস্ট্রিয়াল আর্ট-এ সঙ্গীত এবং চিত্রকলা অধ্যয়নের জন্য নাম লেখানোর আগে কিশোর বয়সে তিনি একজন গায়ক ওয়েটার হয়েছিলেন। সহকর্মী বব হোপের কথায় তিনি তার নাম পরিবর্তন করে রাখেন টনি বেনেট। খুব দ্রুতই তিনি একজন কিশোর আইকন হয়ে ওঠেন।