গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরিশালের গৌরনদীর আলোচিত স্কুল ছাত্র রানা দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কার্তিক ভক্তকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১৩ বছর পর সোমবার রাত ৯টার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে তাকে (কার্তিক) গ্রেফতার করা হয়।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কার্তিক ভক্তকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি কার্তিককে মঙ্গলবার সকালে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়ে আদালতের বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।