গৌরনদীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

গৌরনদীতে দুই ব্যবসায়ীকে জরিমানা

পন্যের মূল্যে নিয়ন্ত্রণে রাখতে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবু আবদুল্লাহ খান এ অভিযান পরিচালনা করেন।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারের দুই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মৎস্য কর্মকর্তা আবুল বাসার, এসআই মো. সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।