গৌরনদীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্ধোধন করলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি)
“থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ” এ প্রতিবাদ্য নিয়ে দেশের বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ, উদ্যোক্তা তৈরি ও দক্ষ শ্রমশক্তি রপ্তানির লক্ষে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে গৌরনদী উপজেলার কসবা এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্ধোধন করা হয়েছে। উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, জনবান্ধব শেখ হাসিনা সরকার আপনাদের এলাকা থেকে দক্ষ মানুষ বিদেশ পাঠানোর জন্য গৌরনদীতে ৩৭ কোটি টাকা বিনিয়োগ করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছেন।
বৃহস্পতিবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এনডিসি, মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ শহীদুল আলমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, যুগ্মসচিব এবং টিটিসি প্রকল্প পরিচালক মোঃ সাইফুল হক চৌধুরী, বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী সহ অন্যান্যরা। শেষে চত্বরে বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়।