খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন পাওলি

টালিউড ও বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী পাওলি দাম। অভিনয়ের জন্যই যেন তার জন্ম। তার সাবলীল অভিনয় অনায়াসেই দর্শকের মনজয় করে নেয়। জানেন কী? সেই পাওলি নাকি কোনোদিন অভিনেত্রী হতে চাননি!
বিষয়টি অবাক লাগলেও সত্যি। ছোটবেলায় পাওলির স্বপ্ন ছিল একজন পাইলট হওয়ার। এখানেই শেষ নয় তিনি বিমানবাহিনীর একজন পাইলট হতে চেয়েছিলেন। যেন শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে পারেন।
তবে অভিনয়েই যখন তিনি এলেন, ঠিক তখন থেকেই সাবলীল অভিনয়ের মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন তিনি। তবে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে সাহসের যে সাহসের প্রয়োজন তা তিনি ইতোমধ্যেই দেখিয়েছেন। এই সাহস অনেকেরই নেই বলে তারা এসব দৃশ্যে অভিনয় করতে বিরত থাকেন।
সেকারণে খোলামেলা দৃশ্যগুলোকে সাহসী বা বোল্ড দৃশ্য বলে অভিহিত করা হয়। তবে এতে ভীতু নন টলিউড অভিনয়শিল্পী পাওলি দাম। খোলামেলা দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সম্প্রতি ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব বলেন।
খোলামেলা অভিনয় নিয়ে তিনি আরও বলেন, এখন আমি খোলামেলা দৃশ্যে অভিনয় করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ তিনি। এ নিয়ে আলাদা কোনো অনুভূতি কাজ করে না আমার মধ্যে। অন্যান্য দৃশ্যের মতোই স্বাভাবিকভাবে নিই। বরং অভিনেত্রী হিসেবে সবসময় সেরাটা দিতে চাই আমি।’
তিনি আরও বলেন, ‘দৃশ্যের সঙ্গে সংলাপও গুরুত্বপূর্ণ তার কাছে। চরিত্র শক্তিশালী হলে সংলাপ যা-ই হোক তিনি বলতে দ্বিধা করেন না। কারণ তিনি মনে করেন এতে চরিত্রের ভিত আরও মজবুত হয়। অনেক সময় এসব ব্যাপারে সহ-অভিনেতাকে গাইড করেন বলেও জানান এ অভিনেত্রী।’
প্রসঙ্গত, টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। বলিউডে তার অভিনীত ‘হেইট স্টোরি’ ছবিটি ব্যাপক আলোচনায় আসে। কলকাতার ভিন্নধারার ছবিতে অভিনয় করে নিজের জনপ্রিয়তা এক অন্যমাত্রায় নিয়ে গেছেন। বাংলাদেশেও ‘মনের মানুষ’ এবং ‘সত্তা’ সিনেমায় দেখা গেছে তাকে।