খুনিদের ফাঁসির দাবীতে দশমিনায় মানববন্ধন ও সমাবেশ

খুনিদের ফাঁসির দাবীতে দশমিনায় মানববন্ধন ও সমাবেশ

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মৌসুমী আক্তার দুলুর খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার বহরমপুর ইউনিয়নের স্থানীয় জনতা। বুধবার সকাল দশটায় বহরমপুর ইউনিয়নের মোল্লার হাট বাজারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন,মৃত মৌসুমী আক্তার দুলুর পুত্র মোঃ ফুয়াদ, ভাই মনিরুজ্জামান বিপ্লব,আফজাল হোসেন রাড়ী, সোনিয়া আক্তার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ওয়াদুদ মৃধা প্রমুখ্য। বক্তারা দ্রুত মৌসুমী আক্তার দুলুর খুনি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগসহ সকল আসামীর ফাঁসির দাবী জানান। উল্লেখ্য গত ৫ নভেম্বর দুপুরে দশমিনা উপজেলা সদরের নলখোলা এলাকার ভারা বাসার বাথরুম থেকে উপজেলার বহরমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগের দ্বিতীয় স্ত্রী মৌসুমী আক্তার দুলুর মৃতদেহ উদ্ধার করেন চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ নিজেই। এরপর থেকে মৌসুমী আক্তার দুলুর পরিবার দাবী করে আসছে, আসাদুজ্জান সোহাগ চেয়ারম্যান পরিকল্পিত ভাবে মৌসুমীকে হত্যা করেছে। এ অভিযোগে গত ৬ নভেম্বর পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মৃত মৌসুমী আক্তার দুলুর ভাই মনিরুজ্জামান বিপ্লব বাদী হয়ে চেয়ারম্যন আসাদুজ্জামান সোহাগকে প্রধান আসামী করে ছয় জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।