ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশি স্থায়ী শহীদ মিনার উদ্বোধন

মার্কিন সরকারে অর্থায়নে ক্যালিফোর্নিয়ায় নির্মিত স্থায়ী শহীদ মিনারে হলো প্রভাতফেরি। বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী মহান শহীদদের এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ সময় স্থানীয় মেয়র ও প্রবাসী বাংলাদেশিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মন্ত্রী।
মার্কিন সরকারের অর্থায়নে ক্যালিফোর্নিয়ায় সদ্য নির্মিত স্থায়ী শহীদ মিনারে হলো প্রভাতফেরি। খালি পায়ে হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে ভাষার জন্য প্রাণ দেয়া বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রবাসী বাংলাদেশিসহ সর্বস্তরের মানুষ। সবার কণ্ঠে তখন একুশের অমর কাব্য।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় ক্যালিফোর্নিয়ার পেরিস শহরের স্থানীয় মেয়রকে সঙ্গে নিয়ে নগর ভবনের পাশে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পরে বক্তব্য পেরিস সিটি মেয়র, কাউন্সিলম্যান, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আমি চাই, যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে, স্কুলে, কলেজে শহীদ মিনার তৈরি হবে। সেই সঙ্গে ভাষার জন্য আমাদের আত্মত্যাগের কাহিনী পৃথিবীর সবাই জানবে।’
উদ্বোধনের পরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী, সিটি মেয়রসহ সবাই। শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে নগর ভবনের পাশে পাবলিক লাইব্রেরির ভেতরে একটি অংশে "বাংলাদেশ কর্নার" এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।