কুষ্টিয়ায় আগামীকাল থেকে শুরু লালনের আঁখড়াবাড়ি দোল উৎসব

কুষ্টিয়ায় আগামীকাল থেকে শুরু লালনের আঁখড়াবাড়ি দোল উৎসব

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সাধক ফকির লালন শাহর স্মরণে তিন দিনের দোল পূর্ণিমা উৎসব শুরু হচ্ছে শনিবার। এর মধ্যে এই উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ।

সাধক লালন শাহ তার জীবদ্দশায় দোল পূর্ণিমার রাতে শিষ্যদের নিয়ে কালীগঙ্গার ধারে সাধুসংঘে বসতেন। তার ধারাবাহিকতায় লালন শাহের তিরোধানের পরও আঁখড়াবাড়িতে প্রতি বছর দিবসটি ঘিরে এই উৎসব পালিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে এবার এই উৎসব চলবে সোমবার পর্যন্ত।

দোল পূর্ণিমা উৎসবের সাধুসংঘে একিভূত হতে এর মধ্যেই লালন ভক্ত ও অনুসারী সাধুরা আঁখড়াবাড়িতে এসে পৌঁছেছেন। তাদের খণ্ড খণ্ড মজমায় চলছে ভাবের আদান-প্রদান আর তত্ত্ব আলোচনা। শনিবার কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। 

বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান, জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, পুলিশ সুপার খাইরুল আলম। প্রথম দিনের অনুষ্ঠানে আলোচনা করবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শানিনুর রহমান এবং লালন সাইজির মাজার খাদেম মোহম্মাদ আলী শাহ।