কুকুর বিতর্কে নুসরাত!

টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাতকে নিয়ে থেকে থেকেই আলোচনা - সমালোচনার জন্ম দেন। তবে ছেলে ঈশানের জন্মের পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তার জীবন। একদিকে অভিনয় আর অন্যদিকে সংসদ সদস্য হিসেবে কাজের দায়িত্ব, সংসার— সব মিলিয়ে কর্মব্যস্তত সময় কাটছে তার।
এরপরও নুসরাত জাহানের পিছু ছাড়ে না বিতর্ক। তার সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহুদিন প্রশ্ন ছিল মানুষের মনে। কারণ স্বামী নিখিল জৈন নুসরাতের সন্তানের পিতৃত্ব নিতে অস্বীকার করেছিলেন।
অন্যদিকে, সন্তান ঈশান পৃথিবীর আলোর মুখ দেখার পরও দীর্ঘদিন এই বিতর্ক থেকে যায়। পরে নুসরাত জানান, তার সন্তানের বাবা আর কেউ নন, প্রেমিক যশ। এতে নিন্দুকের ট্রল থেকে কিছুটা হলেও বাঁচেন টালিউড নায়িকা।
আবারও নুসরাতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়ে গেছে। এবারের বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করা নিয়ে। আর ছবির ক্যাপশন ঘিরেই বিতর্কের শুরু। পোষ্য কুকুরের সঙ্গে ছবি তোলে পোস্ট করেছেন তিনি। তাতে ক্যাপশনে লেখেন, ফ্যামিলি টাইম। এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ডগমম। অর্থাৎ পরিবারের জন্য সময়। এতদিন স্নেহের সঙ্গে লালন - পালন করেছেন এই সন্তান!
জানা গেছে, এই ছবি ও ক্যাপশন ঘিরেই সমালোচনার শুরু। কেউ কেউ কঠোর ভাষায় মন্তব্য করতেও ছাড় দেননি নুসরাতকে। শুভাকাঙ্ক্ষীরা প্রশংসা করলেও নেতিবাচক মন্তব্যই বেশি। তবে কারো কোনো মন্তব্যে সাড়া দেননি এই অভিনেত্রী -সংসদ সদস্য।