কাফনের কাপড় পাঠিয়ে খোলা চিঠিতে চাঁদা দাবি

কাফনের কাপড় পাঠিয়ে খোলা চিঠিতে চাঁদা দাবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক রাইস মিল মালিকের কাছে কাফনের কাপড় পাঠিয়ে খোলা চিঠিতে চার লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে কাফনের কাপড় ও হুমকি দেওয়া খোলা চিঠি উদ্ধার করেছে পুলিশ।

খোলা চিঠিতে বলা হয়েছে, ‘জনাব নাসির তোরে আগেও বলছি, এখনও বলছি ১৫ দিনের ভিতর ভাই নম্বরে যদি টাকা না দিস, তোকে বাঁচতে দিবো না। চার লাখ টাকা। ইতি রিংকু।

’রাইস মিলের মালিক নাসির উদ্দিন জানান, বিকেলে মিলের সামনের চালার সঙ্গে একটি ব্যাগ টাঙানো দেখতে পাই। ব্যাগ খুলে একটি কাফনের কাপড় ও খোলা চিঠি পাই। সেখানে রিংকু নামে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির নাম লেখা ছিল।

তিনি আরও জানান, আমি রিংকু নামে কাউকে চিনি না। এর আগেও ওই ধরনের কারও সঙ্গে আমার কথা হয়নি। ওই ঘটনায় আমি আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হয়তো কোনো ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে কাফনের কাপড় ও চিঠি পাঠাতে পারে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।