আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাবেন না, প্রশাসনের উদ্দেশে প্রধানমন্ত্রী

আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাবেন না, প্রশাসনের উদ্দেশে প্রধানমন্ত্রী

আন্দোলন-সংগ্রাম দেখে ভয় পাবেন না। জনগণ সাথে আছে। জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৩১ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, আন্দোলন চলতে পারে, তবে জ্বালাও পোড়াও সহ্য করা হবে না। মানুষের কল্যাণে জনপ্রশাসনের কর্মকর্তাদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

গ্রাম পর্যন্ত নাগরিক সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্য সরকারের। আর সেই কাজ বাস্তবায়ন করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। বিশ্বব্যাপী চলা অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে চলছে দেশব্যাপী উন্নয়ন; যেখানে ফ্রন্টলাইনার মাঠ প্রশাসন।

সরকারি কর্মকর্তাদের কাজের স্বীকৃতি দিতে ২০১৬ সাল থেকে শুরু হয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক। দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠদের হাতে এ বছরের পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একটা কথা মনে রাখবেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা এখনও কেটে যায়নি। কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে। সেজন্য এই মুখ গোমড়া করে থাকা আমি দেখতে চাই না, সবাইকে হাসিখুশি দেখতে চাই।

কোভিড কাল পার করে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিপর্যস্ত অর্থনীতি। সেই বিপর্যয় কাটিয়ে দেশের অর্থনীতি এখনও সচল আছে। রয়েছে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। সরকার প্রধান বলেন, প্রতিবন্ধকতা মোকাবেলা করেই কাজ করতে হবে। তিনি বলেন, যে কেনো সমস্যা আসবে, সেটা মোকাবিলা করার মতো মনোবল দরকার হয়, শক্তি দরকার। সেই শক্তি নিয়ে চললে বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ অব্যাহত রাখতে হবে। স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। শেখ হাসিনা বলেন, সবার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। শতভাগ মানুষের ঘরবাড়ি থাকবে। কেউ পিছিয়ে থাকবে না। উন্নতি হবে সবার। তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের কাজের ছাপ রাখছি। আগে যে হাহাকার ছিল, এখন কিন্তু সেটি নেই। আগে মিটিং করতে গেলে দেখতাম, ছেঁড়া কাপড়। এখন সেটি দেখি না।

গেলো সাড়ে চৌদ্দ বছরের অগ্রগতিতে অবদান রাখায় জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, অর্থনীতিতে চাপ থাকলেও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ সুবিধা অব্যাহত থাকবে। জনগণের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ অব্যাহত রাখতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।